৪১তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার প্রার্থী
এফই অনলাইন ডেস্ক | Thursday, 10 November 2022
একচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসি।
বৃহস্পতিবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদ মাধ্যমে, ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের ২ হাজার ১৬৬টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
মহামারীর মধ্যে ২০২১ সালের ১৯ মার্চ আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তাতে অংশ নিতে আবেদন করেছিলেন পৌঁনে পাঁচ লাখ প্রার্থী।
গত বছরের ১ অগাস্ট ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
পরে ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬৪২ জন, টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৯০৫ জন সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।