logo

হবিগঞ্জ থেকে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র চট্টগ্রামে উদ্ধার

Sunday, 2 October 2022


দশদিন আগে হবিগঞ্জের বাহুবলের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শনিবার বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তিন ছাত্রকে উদ্ধার করা হয়। শুক্রবার অভিভাবকের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

তবে তারা কি কারণে নিখোঁজ হয়েছিলো সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তিন ছাত্র। ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষক নিখোঁজদের অভিভাবকদের বিষয়টি জানান। অভিভাবকরা নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

পরে ২২ সেপ্টেম্বর নিখোঁজ তিন কিশোরের দুইজনের বাবা ও একজনের বড় ভাই বাহুবল মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি [জিডি] করেন।

বাহুবল মডেল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালামাল তোলার কাজ করছিলো। এক পর্যায়ে তারা খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। এ সময় আলামিন নামে এক ব্যক্তি তাদের সঙ্গে কথা বলে স্থানীয় থানায় খবর দেন।

পরিদর্শক প্রজিত জানান, পুলিশ তিন ছাত্রকে উদ্ধার করে বাহুবল থানায় খবর দেয়। পরে ওইদিন রাতেই বাহুবল থানা পুলিশ চট্টগ্রাম থেকে তাদের নিয়ে আসে।

উদ্ধার ছাত্রদের মধ্যে একজনের বয়স ১৩ বছর এবং দুজনের বয়স ১৪ বছর। তারা বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।