logo

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশের ৪ শান্তিরক্ষী আহত

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 4 October 2022


সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের চার শান্তিরক্ষী অভিযান পরিচালনার সময় আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেখানে বলা হয়, সোমবার স্থানীয় রাত দেড়টার দিকে ওই ঘটনায় বাংলাদেশের চার সদস্য ‘গুরুতরআহত হয়েছেন।

তবে আহত সদস্যদের নাম জানানো হয়নি। কীভাবে তারা আহত হলেন, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।

আইএসপিআরের একজন কর্মকর্তারা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।