সিরাজগঞ্জে শয়নকক্ষে মা ও দুই ছেলের লাশ
Saturday, 1 October 2022
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শয়নকক্ষ থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান।
তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওসি বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ তিনটি উদ্ধার করেছি। এখন ঘটনাস্থলে রয়েছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবো।“