রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
এফই অনলাইন ডেস্ক | Monday, 5 December 2022
বঙ্গোপসাগরের দক্ষিণে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।
এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি, ভূ-সমতাল থেকে ১০ কিলোমিটার গভীরে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওই এলাকা ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বরিশাল থেকে ৩৪৯ কিলোমিটার দক্ষিণে।
দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি।