রংপুরে ব্যাংক থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার
এফই অনলাইন ডেস্ক | Sunday, 18 September 2022
রংপুরের অগ্রণী ব্যাংক থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নগরীর সেন্ট্রাল রোডের শাখা থেকে শামিম মিয়া নামে ওই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয় বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান।
নিহত শামীম (২৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অগ্রণী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ মাস আগে শামীম নিরাপত্তা প্রহরী হিসেবে যোগ দেন। দশ দিন আগে তিনি বিয়ে করেছেন। সকালে লোকজন ব্যাংকে এসে শামীমকে শুয়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও তার কোনো সাড়া মিলছিলো না।
“পরে তারা কাছে গিয়ে দেখেন শামীমের মুখ দিয়ে লালা ঝরছে এবং তিনি মারা গেছেন।”
এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান আরিফুল।
শামীমের ভাই শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরতো এবং সকালে ব্যাংকে আসত। কিন্তু গতকাল সে বাড়িতে যায়নি। হঠাৎ কি হয়ে গেল, তা এখনো বুঝে উঠতে পারছি না।”
পরিদর্শক হোসেন বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।