logo

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 10 January 2023


রংপুরে তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছে অন্তত ১১ জন।

উপজেলার ওয়ালীপাড়া এলাকার দিনাজপুর-রংপুর মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মোস্তাফিজুর বলেন, “ঢাকা থেকে দিনাজপুরগামী সাইমুন এক্সক্লুসিভ নামের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 “এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজন মারা যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর।”