logo

রংপুরে তিন বাহনের সংঘর্ষে ৫ জন নিহত

এফই অনলাইন ডেস্ক   | Monday, 19 December 2022


রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিন বাহনের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নেংটি ছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তারাগঞ্জ স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি আরও বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত দুজন চিকিৎসাধীন আছেন।