logo

মেয়াদ পুরো হওয়ার আগেই রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

এফই অনলাইন ডেস্ক | Thursday, 20 October 2022


যুক্তরাষ্ট্রে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়, এ সিদ্ধান্ত গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে” রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে।

তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসেই ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানোর ঘোষণা দিয়েছিল।

২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. সহিদুল ইসলাম। তার আগে তিনি বিমসটেকের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্বও পালন করেন সহিদুল।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ায় সহিদুল ইসলাম দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।