logo

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়

এফই অনলাইন ডেস্ক | Monday, 19 December 2022


প্রথমার্ধের দেওয়া দুই গোলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু বাঁধ সাধেন কিলিয়ান এমবাপে। দুই মিনিটে দুই গোলে ফ্রান্সকে লড়াইয়ে ধরে রাখলেন এই তারকা ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে আবার আর্জেন্টিনাকে লিড এনে দিলেন। শেষ মুহূর্তে হ্যাটট্রিক করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেলেন এমবাপে। পেনাল্টি শুটআউটে ফরাসিদের হ্রদয় ভেঙে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল মেসির আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল। ছবি:রয়টার্স

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>স্টেডিয়ামে আর্জেন্টিনা ভক্তদের একাংশ।</p></div>

স্টেডিয়ামে আর্জেন্টিনা ভক্তদের একাংশ।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।</p></div>

প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>প্যারিসে খেলা দেখছেন ফ্রান্সের সমর্থকরা।</p></div>

প্যারিসে খেলা দেখছেন ফ্রান্সের সমর্থকরা।

<div class="paragraphs"><p>বিরতির আগে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়ে আনহেল দি মারিয়ার উল্লাস।</p></div>

বিরতির আগে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়ে আনহেল দি মারিয়ার উল্লাস।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>মিনিটে দুই গোল দিয়ে সমতা টানেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। </p></div>

মিনিটে দুই গোল দিয়ে সমতা টানেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>অতিরিক্ত সময়ে আবার আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি।</p></div>

অতিরিক্ত সময়ে আবার আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন এমবাপে।</p></div>

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন এমবাপে।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর মেসি সহ আর্জেন্টিনার দলের উদযাপন।</p></div>

টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর মেসি সহ আর্জেন্টিনার দলের উদযাপন।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p> দারুণ হ্যাটট্রিকের পরও টানা দ্বিতীয় বিশ্বকাপ না জিততে পেরে হতাশ এমবাপে।</p></div>

দারুণ হ্যাটট্রিকের পরও টানা দ্বিতীয় বিশ্বকাপ না জিততে পেরে হতাশ এমবাপে।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>৮ গোল করে এবারের আসরের গোল্ডেন বুট জেতেন এমবাপে।</p></div>

৮ গোল করে এবারের আসরের গোল্ডেন বুট জেতেন এমবাপে।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়
<div class="paragraphs"><p>টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল পুরুষ্কার হাতে মেসি।</p></div>

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল পুরুষ্কার হাতে মেসি।

মেসির প্রথম, আর্জেন্টিনার তৃতীয়