মিরসরাইয়ে দুর্ঘটনাস্থলে কভার্ডভ্যানের চাপায় চারজনের মৃত্যু
এফই অনলাইন ডেস্ক | Thursday, 15 September 2022
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রেইলরের মধ্যে সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা স্থানীয় জনতা ও পুলিশকে একটি দ্রুত গতির কভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া ১০টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় পেট্রোল পাম্পের কাছে হওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ পাঁচজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোনাপাহাড় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে দাঁড়ানো একটি ট্রেইলরকে প্রথমে ধাক্কা দেয় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বলে জানান জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন।
"দুর্ঘটনা নিয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা কথা বলার সময় দ্রুতগতির একটি কভার্ডভ্যান ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়," বলেন তিনি।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আহত পাঁচজনের মধ্যে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের একজন এএসআইও আছেন জানিয়ে ওসি বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।