ভারতগামী যাত্রীর কাছে মিলল ৮০ লাখ টাকার সোনা
এফই অনলাইন ডেস্ক | Monday, 7 November 2022
যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৮০ লাখ টাকা মুল্যের স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল বলে শুল্ক গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল শুল্কভবনের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান।
আটক সিদ্দিকুর রহমান (৪৬) বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মনিরুজ্জামান বলেন ,বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের গোপন সংবাদে শুল্ক গোয়েন্দা পুলিশের একটি দল বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে ঢোকার আগে সিদ্দিকুরের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
“পরে তার শরীরে তল্লাশি করে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো নয়টি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন এক কেজি ৪৪ গ্রাম এবং বাজারমূল্য ৮০ লাখ টাকা।”
আটক ব্যক্তিকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান।