logo

বেলারুশ, রাশিয়া, ইউক্রেনের মানবাধিকার কর্মীরা পেলেন শান্তির নোবেল

Friday, 7 October 2022


নাগরিকদের মৌলিক অধিকারের প্রশ্নে বহু বছর ধরে লড়াই করে আসা বেলারুশের এক নাগরিক অধিকার কর্মী এবং ইউক্রেন ও রাশিয়ার দুই মানবাধিকার সংগঠন পাচ্ছে এবারের শান্তির নোবেল।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৩তম নোবেল শান্তি পুরস্কারের জন্য বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিসের নাম ঘোষণা করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নোবেল কমিটি বলছে, “যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ। শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন।

নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা সমান ভাগে ভাগ করে নেবেন তারা।