বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না গুলশান, বনানীতে
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 6 December 2022
জরুরি মেরামত কাজের জন্য ঢাকার তেজগাঁও থেকে নতুন বাজার পর্যন্ত এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস।
মঙ্গলবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তাতে আশপাশের এলাকাতেও গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস।