logo

বিএনপির সঙ্গে জড়িতরা কোনো না কোনো রাজাকারের পুত্র বা নাতি: মির্জা আজম

Monday, 6 February 2023


বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতরা কোনো না কোনো রাজাকারের পুত্র বা নাতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।

সোমবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মির্জা আজম বলেন, “১৯৭১ সালে তাদের বাপ-দাদারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও পিস কমিটির নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি ভারতে পালিয়েছিল। সেই যুদ্ধাপরাধীর ছেলে মির্জা ফখরুল প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছে।

স্থানীয় মির্জা আজম মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সালেহ শফি গেন্দা।