logo

বন্ধুকে বাঁচাতে স্রোতে ভেসে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

এফই অনলাইন ডেস্ক | Friday, 14 October 2022


কক্সবাজার সমুদ্রে স্রোতের টানে ভেসে যেতে থাকা বন্ধুকে উদ্ধারে করতে গিয়ে আরেক বন্ধু নিখোঁজ হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিখোঁজ ১৬ বছর বয়সী মো. তাহসিন কুমিল্লা সদরের বাসিন্দা। তিনি কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কুমিল্লা থেকে তাহসিনসহ চার বন্ধু কক্সবাজারে আসেন। পরে তারা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যান এবং সেখানে সাগরে গোসলে নামেন।

" গোসলের এক পর্যায়ে তাদের মধ্যে মো. ফয়সাল নামে একজন স্রোতের টানে ভেসে যেতে থাকে। এ সময় তাহসানসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে যায়। পরে ফয়সালকে উদ্ধার করা গেলেও ভেসে যায় তাহসিন।”

তাসসিনের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান মিজানুজ্জামান।