ফের ইডির জেরার মুখে রাকুল প্রীত সিং
এফই অনলাইন ডেস্ক | Saturday, 17 December 2022
মাদক সংক্রান্ত অর্থ পাচার মামলায় তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রাকুল প্রীত সিংকে ফের তলব করেছে ভারতের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এনডিটিভি জানিয়েছে, এই অভিনেত্রীকে আগামী সোমবার তাদের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন ইডির কর্মকর্তারা।
২০১৭ সালের ৩০ লাখ রুপি মূল্যের মাদক আটক করে তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা দপ্তর। এরপর এই মামলা ঘিরে অর্থ পাচারের তদন্ত শুরু করে ইডি।
এর মধ্যে বলিউড নায়ক সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর পর মাদক কেলেঙ্কারিতে রাকুলসহ বলিউডের বেশ কিছু তারকার নাম উঠে এসেছিল ইডির তদন্তে।
সে সময়ও একই মামলাতেও ইডির জেরার মুখে পড়তে হয়েছিল দক্ষিণী এই নায়িকাকে।
ইডি রাকুল ছাড়াও রানা দগ্গুবতী, রবি তেজা, চার্মি কাউর, পরিচালন পুরী জগন্নাথসহ আরও ১১ তারকাকে জিজ্ঞাসাবাদ করে সে সময়। তবে সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারও করে।
দিল্লির রক্ষণশীল পাঞ্জাবি পরিবারের মেয়ে রাকুল ২০০৯ সালে দক্ষিণ ভারতের ‘গিলি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন। এরই মধ্যে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার দুই ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের আগে ১৮ বছর বয়স থেকেই মডেলিং করতেন তিনি।
এক যুগের ক্যারিয়ারে ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার গেছে রাকুলের ঝুলিতে। আগামী বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে রাকুলের সিনেমা ছত্রিওয়ালি।