logo

ফুটবল খেলা নিয়ে বিতণ্ডা: বন্ধুকে ছুরিকাঘাতে ‘হত্যা’

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 29 November 2022


বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান।

নিহত ১৮ বছর বয়সী মেহেদী হাসান ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ফরিদ বেপারীর ছেলে মেহেদীর বন্ধু একই বয়সী বরকত বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বর্ণনায় ওসি আব্দুর রশিদ বলেন, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ বরকতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন বলেন, “আমি ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”