পুরান ঢাকায় আগুনে পুড়ল জুতার কারখানা
এফই অনলাইন ডেস্ক | Thursday, 15 December 2022
পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতার কারখানা আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়।
নাজিরাবাজারে পাঁচ তলা ওই ভবনের চতুর্থ তলায় কারখানাটি ছিল। সেখানেই আগুন লাগে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।