পঞ্চগড়ে নৌকা ডুবি, ১৬ লাশ উদ্ধার
এফই অনলাইন ডেস্ক | Sunday, 25 September 2022
পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকা ডুবির পর নারী-শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে; নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন।
রোববার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “নৌকা ডুবির পর যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, “হতাহতরা হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।”