logo

নোয়াখালীতে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Saturday, 28 January 2023


সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর আওতাধীন প্রিন্সিপাল অফিস নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এবং নোয়াখালী ও ফেনী কর্পোরেট শাখার প্রধান এবং এসব প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখা  ব্যবস্থাপকগণের অংশগ্রহণে ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি-২০২৩, শনিবার নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।

সভার শুরুতে জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। এরপর জেনারেল ম্যানেজার’স অফিসের আওতাধীন অঞ্চল প্রধানগণ ও কর্পোরেট শাখার প্রধানগণ পর্যায়ক্রমে তাদের ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন।