নরসিংদীতে ব্যাংকের ভেতর ২ আনসার সদস্যের মরদেহ
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 18 January 2023
নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে ব্যাংকের টাকাসহ অন্যান্য কিছু খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকটির রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার ভবনের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে রায়পুরা থানার ওসি আজিজুল ইসলাম জানান।
নিহতরা হলেন ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। তারা এই ব্যাংকের রাধাগঞ্জ বাজার শাখার নিরাপাত্তার দায়িত্বে ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্থানীয়রা জানান, সকালে ব্যাংকে এসে গেইট ভেতর থেকে আটকানো দেখেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তারা।
“বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে এই দুই আনসার সদস্যের মরদেহ দেখতে পায়।”
তাদের মৃত্যুর পেছনে কী কারণ তা জানা যায়নি; পরে বিস্তারিত জানানো হবে বলে ওসি আজিজুল ইসলাম জানান।
ওসি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ তাদের কোনো টাকা-পয়সাসহ কোনোকিছু খোয়া যায়নি বলে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিজেদের কক্ষে তাদের লাশ পাওয়া যায়।