logo

নকল সন্দেহে বগুড়ায় ৯৬ হাজার কেজি টিএসপি সার আটক

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 30 August 2022


বগুড়ায় নকল সন্দেহে সাতটি ট্রাকে থাকা ৯৮ হাজার কেজি টিএসপি সার আটক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-বিএফএ গুদাম কর্তৃপক্ষ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সোমবার সকালে ওইসব ট্রাক থেকে কয়েক বস্তা সারের মান পরীক্ষার পর সন্দেহ হলে সেগুলো আটক করা হয় বলে বগুড়া বিএফএ গুদাম পরিদর্শক মোহাম্মদ মোস্তাফা কামাল জানান।

রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে আসা সাতটি ট্রাক বগুড়ায় পৌঁছে। সারগুলো পরিবহনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন বলে মোস্তাফা কামাল গণমাধ্যম কর্মীদের জানান।

তিনি বলেন, রোববার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাতটি ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০টি বস্তা আছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য।

“এ সময় সারগুলো নকল ও ভেজাল মেশানো মনে হয়; তাই ট্রাকগুলো আটক করে রাখা হয়েছে।”

মোস্তফা কামাল বলেন, “বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। মঙ্গলবার সারগুলো ভালোভাবে পরীক্ষার জন্য একটি টিম আসবে। তারা এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

চট্টগ্রাম থেকে আসা ট্রাকচালক আব্দুল আউয়াল বলেন, “শনিবার পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সাতটি ট্রাকে মাল লোড করা হয়। সেই সার নিয়ে রোববার রাত ৩টার দিকে বগুড়া বাফার গুদামে পৌঁছাই। সকালে এখানকার কর্মকর্তারা নকল সন্দেহে ট্রাকগুলো আটকে রেখে দেন।”

একই কথা বলেন আব্দুল করিম নামে আরেক ট্রাকচালক।

তিনি বলেন, “ট্রাক আটক করার কারণে আমরাও এখানে বসে আছি।”