logo

নওগাঁয় জমির কীটনাশকে ৩৩ রাজহাঁসের মৃত্যুর অভিযোগ

এফই অনলাইন ডেস্ক | Sunday, 16 October 2022


নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীর ফসলের জমির আইলে ছিটানো কীটনাশক খেয়ে বিদেশি প্রজাতির ৩৩টি রাজহাঁস মারা গেছে বলে অভিযোগ করেনছেন এক নারী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার সকালে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ‍ওসি হুমায়ন কবির।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের রামনগর গ্রামের শরিফুল ইসলাম শুক্রবার গভীর রাতে ধর্মপুর গ্রামে তার নিজ জমির আইলে আগাছা দমনের বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন। যা তিনি এলাকার কাউকে জানাননি বা কোনো নমুনা বা সতর্কতার কোনো ব্যবস্থা করেননি।

শনিবার সকালে ধর্মপুর গ্রামের গৌর শীলের স্ত্রী তৃপ্তি রানী প্রতিদিনের মত রাজহাঁস নিয়ে জমির ধারের বাগানে যান। সেখানে জমির আইলে ঘাস খেলে কিছুক্ষণ পর হাঁসগুলি অসুস্থ্ হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

তৃপ্তি রানী বলেন, “এই হাঁসগুলোই আমার সম্বল। প্রতিটি হাঁসের বর্তমান বাজার মূল্য প্রায় ১৪শ থেকে ১৫শ টাকা। সে হিসাবে ৩৩টি হাঁসের দাম প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু জমির মালিক শরিফুল ইসলাম আমাকে কিছু ক্ষতিপূরণ দিতে চায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

শরিফুল ইসলাম বলেন, “আমি আমার জমিতে শুক্রবার রাতে বিষ দিয়েছি। আমার জমি বা জমির আইলে হাঁস যায়নি বা বিষ খেয়ে হাঁস মরেনি। অন্যকোনো কারণে মারা গেছে। এটা ঠিক যে আমি বিষ দেওয়ার কোনো নমুনা জমিতে দেই নাই।”

ওসি হুমায়ন কবির বলেন, তৃপ্তি রানী হাঁসগুলি নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।