logo

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

এফই অনলাইন ডেস্ক | Sunday, 23 October 2022


দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক বাংলাদেশিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ জানান, নিহত নুরুল আফসার (৪০) তার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দায় মোল্লা মৌলভী বাড়ির প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। 

রোববার সকালে নিহতের পরিবারের বরাতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে। শনিবার প্রতিদিনের মতো সেখানে নিজের দোকানে ব্যস্ত ছিলেন আফসার।

“স্থানীয় সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানে প্রবেশ করে। তারা আফসারকে গুলি করে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে যায়।”

স্থানীয়রা আফসারকে উদ্ধার করে শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।   

নিহতের ছোট কাকা মো. ইউসুফ বলেন, “১৬ বছর আগে আফসার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল। সেখানে বিয়ে করে পারিবারিক জীবনও শুরু করে। আফসার দুই সন্তানের জনক ছিল।”