logo

ঢাকায় সালমান খানের ‘ক্লোদিং ব্র্যান্ড’ উদ্বোধন করলেন ভাই সোহেল খান

Thursday, 15 September 2022


বলিউড তারকা সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্র চালু হয়েছে; আর তা উদ্বোধন করলেন তার ছোট ভাই সোহেল খান।

আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে সোহেল খান বনানীর ওই আউটলেটে হাজির হন। এ সময় ‘বিয়িং হিউম্যান ক্লোদিং বাংলাদেশ’র পক্ষে তাকে নেচে-গেয়ে স্বাগত জানানো হয়। পরে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ সময় উপস্থিত ভক্ত ও গণমাধ্যমের উদ্দেশে সোহেল বলেন, “বিয়িং হিউম্যান একটি পারিবারিক ব্র্যান্ড। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশে এর শাখা খুলতে পেরেছি। বাংলাদেশ আমাদের কাছে খুবই সুন্দর একটি দেশ।

“আপনারা জানেন আমাদের পরিবারের পক্ষ থেকে চালু করা বিয়িং হিউম্যান একটি চ্যারিটেইবল ট্রাস্ট। এর উপার্জিত অর্থ অসহায়দের জন্য ব্যয় করা হয়। আমি খুবই আনন্দিত যে আপনারাও এর অংশ হতে যাচ্ছেন।”

বক্তব্যের শেষে তিনি বাংলায় বলেন, “আমি বাংলাদেশকে ভালোবাসি।”