logo

টিসিবির ফ্যামিলি কার্ডে চিনি আর ডালের দাম কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

Tuesday, 13 December 2022


মুসর ডাল ও চিনিতে কেজি প্রতি ৫ টাকা করে দাম বাড়িয়ে ডিসেম্বরের জন্য ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির সুলভমূল্যের পণ্য বিপণন শুরু হচ্ছে বুধবার।

মঙ্গলবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি কেজি ৬০ টাকা দরে এক কেজি চিনি ও ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল পাবেন ফ্যামিলি কার্ডধারীরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নভেম্বরে চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা করে বিক্রি করেছিল টিসিবি।

ঢাকাসহ সারাদেশে টিসিবির পণ্য বিপণনের জন্য ইতোমধ্যে ডিলার নিয়োগ দিয়েছে সরকার। ঢাকায় নির্ধারিত দোকান থেকে এসব পণ্য বিক্রি হবে।