logo

টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত

এফই অনলাইন ডেস্ক | Thursday, 6 October 2022


টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি মো. সফিকুর ইসলাম জানান, কালিহাতী উপজেলার গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

সফিকুর বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকিরা মারা যান হাসপাতালে নেওয়ার পর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটোকমের।

জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মাইক্রোবাসের তিন যাত্রীর সবাই মারা গেছেন। নিহত বাকি তিনজন বাসের যাত্রী।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।