logo

জঙ্গি সন্দেহে ঢাকায় চিকিৎসক গ্রেপ্তার

এফই অনলাইন ডেস্ক | Thursday, 1 December 2022


নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িত থাকার অভিযোগে এক দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে মো. আবুল কাশেম আলফি নামের ৬২ বছর বয়সী ওই ডেন্টিস্টকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, আলফির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকায়। ঢাকায় তিনি রামপুরার বনশ্রীতে থাকতেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“তার কাছ থেকে একটি মোবাইল সেট এবং ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা জসীম উদ্দিন রাহমানীর অনুসারী।”

আবুল কাশেম আলফি তার সহযোগীদের নিয়ে অনলাইনে ‘জঙ্গিবাদী প্রচর এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে’ বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

সেখানে বলা হয়, “তিনি বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন করে এবং জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির লক্ষ্যে সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার এবং উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।"