চিত্রনায়ক ইমন ইজতেমায়
এফই অনলাইন ডেস্ক | Saturday, 21 January 2023
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা মামনুন হাসান ইমন। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে তিন দিনই তিনি থাকছেন ইজতেমা ময়দানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এই তথ্য জানিয়েছেন। এছাড়া ইজতেমায় অংশ নেওয়ার কয়েকটি ছবিও ইমন পোস্ট করেছেন তার ফেইসবুক ওয়ালে।

ইজতেমা ময়দানেই খাওয়া-দাওয়া সারছেন ইমন
ইমন জানিয়েছেন, শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে তিনি জুমার নামাজ পড়েছেন।
সায়েম জানান, বৃহস্পতিবার রাতেই ইজতেমা মাঠে আসেন ইমন। ময়দানে এসেই তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন।

ময়দানে এসেই উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন ইমন
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
মাওলানা সাদ পক্ষের অনুসারীরা এই পর্বের ইজতেমা পরিচালনা করবেন। আর গত ১৩ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম পর্ব পরিচালনা করেছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।