চট্টগ্রামে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 3 January 2023
চট্টগ্রামে ৯০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার কর্ণফুলী উপজেলার বৈরাগ ইউনিয়ন থেকে আব্দুর রহিম নামের ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রহিম মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বসত ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে রাখা ৯৩ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।”
রহিমের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা করার কথা জানিয়েছে র্যাব।