logo

চট্টগ্রামে কাঁচাবাজারে আগুন, পুড়ল ৪০ দোকান

এফই অনলাইন ডেস্ক | Sunday, 5 February 2023


চট্টগ্রাম শহরের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লেগে বেশকিছু দোকান পুড়ে গেছে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি সেখানে যায়। 

প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনে কাঁচাবাজারের তিনটি শেডে চাল, মুদি, সবজির দোকান মিলিয়ে চল্লিশটির মত দোকান পুড়ে গেছে।

“আমরা আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারিনি। তবে মসলা গুঁড়ো করার দোকান থেকে আগুন লাগে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।”

রাতের ওই সময় আগুন লাগায় কেউ হতাহত হননি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।