গুলশানে একটি ভবনে আগুন
Sunday, 19 February 2023
রাজধানীর গুলশানের একটি ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভাতে কাজ শুরু করেছেন।
রোববার সন্ধ্যা ৭টায় গুলশান ২- এর ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, মানারাত স্কুলের পাশে একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার কথা প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। সেখানে তাদের ছয়টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।