logo

কোভিডে ৩৩ মাস বিলম্বিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

এফই অনলাইন ডেস্ক | Monday, 14 November 2022


বিজ্ঞপ্তি দেওয়ার ৩৩ মাস পর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের এবং পরদিন ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

সোমবার এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই তারিখ জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এনটিআরসিএ ১৭তম শিক্ষক নিবন্ধনের এই বিজ্ঞপ্তি দিয়েছিল ২০২০ সালের ২৩ জানুয়ারি । সেখানে বলা হয়েছিল, ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ের এবং বিকালে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ এবং ৮ আগস্ট।

কিন্তু সে বছর মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধের পাশাপাশি নিয়োগ পরীক্ষাও স্থগিত হয়ে যায়।

সংক্রমণ কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করলো এনটিআরসিএ।