এক হাজারতম ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি
Saturday, 3 December 2022
বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ধাপে দারুণ এক মাইলফলক ছুঁতে যাচ্ছেন লিওনেল মেসি। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ফুটবলের এই মহাতারকার ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ।
আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, আর্জেন্টিনার হয়ে এটি হবে মেসির ১৬৯তম ম্যাচ। বার্সেলোনার হয়ে দুই দশকের বেশি সময়ে তিনি খেলেছেন ৭৭৮ ম্যাচ, বর্তমান ক্লাব পিএসজির জার্সিতে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ।
এই নিয়ে নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। বিশ্ব মঞ্চে তার গোলসংখ্যা কিংবদন্তি দিয়েগো মারাদোনার সমান ৮টি। কাতার আসরে প্রথম দুই ম্যাচে তিনি জালের দেখা পান একবার করে।
বিশ্বকাপের নকআউট পর্বে অবশ্য কখনও গোল করতে পারেননি মেসি। এই পর্বে গোলের জন্য তার ২৩ প্রচেষ্টার একটিও সফল হয়নি।
রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ৩৫ বছর বয়সী তারকা এবার খরা কাটাতে পারেন কি-না, সেটিই এখন দেখার।