logo

উত্তরার হোটেলে ব্রিটিশ নাগরিকের লাশ

Thursday, 29 September 2022


রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাঝবয়সী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডুগাল্ড ফিনলেসন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের ম্যারিনো হোটেলের বাথরুমে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে উপ কমিশনার মোর্শেদ আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাথরুমের উপুড় হয়ে পড়ে ছিলেন তিনি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। হৃদরোগ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।“

ডুগাল্ড ফিনলেসন কবে থেকে ওই হোটেলে ছিলেন বা তিনি কবে ঢাকায় এসেছেন– সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।

তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মোর্শেদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।