logo

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ‘গুলি করে হত্যা’

এফই অনলাইন ডেস্ক | Monday, 26 December 2022


কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ইস্ট ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

নিহত শফি উল্লাহ (৪০) ওই শিবিরের প্রয়াত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে।

তিনি শিবিরটির হেড মাঝি বা প্রধান কমিউনিটি নেতা ছিলেন বলে জানা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ আলী বলেন, সকালে ওই শিবিরের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে শফি উল্লাহ ফিরছিলেন। তিনি ঘরের কাছাকাছি পৌঁছলে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে পালিয়ে যায়।

“এতে শফি উল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবির সংলগ্ন ক্লিনিকে যায়। সেখনে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি,” বলেন মোহাম্মদ আলী ।