logo

ইলিশ শিকার: বরিশালে ১১ জেলের কারাদণ্ড

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 11 October 2022


বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ শিকারের সময় র‌্যাবের হাতে আটক ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলায় শায়েস্তাবাদ ইউনিয়ন এলাকার আড়িয়াল খাঁ নদীতে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।

তিনি বলেন, এ সময় ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলা ১২ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল। পরে আটক জেলেদের বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্নার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

“ এ সময় নির্বাহী হাকিম ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং এক জেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।”

সাজাপ্রাপ্ত ১১ জেলেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর জরিমানা দিয়ে অপরজন মুক্ত হয়েছেন বলে জানান মেজর জাহাঙ্গীর।