logo

আলোচনা শুরুর আগে নেটো প্রশিক্ষকদের ইউক্রেইন ছাড়তে হবে: রাশিয়া

এফই অনলাইন ডেস্ক   | Friday, 23 December 2022


যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রশিক্ষক ও ভাড়াটে সেনারা ইউক্রেইনে থাকলে এবং পশ্চিমারা দেশটিতে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে না বলে মন্তব্য করেছেন মস্কোর ঊর্ধ্বতন এক কূটনীতিক। 

শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেক্সান্দার দারশিভ একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান দারশিভ বলেন, যতক্ষণ পর্যন্ত না (ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কি শাসনকে বন্যার মতো অর্থ ও অস্ত্র দেওয়া বন্ধ হচ্ছে, যতক্ষণ না নেটো সেনা/ভাড়াটে সেনা/প্রশিক্ষকদের প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার পরিপক্ক সময় হবে না। 

রাশিয়া সাধারণত ইউক্রেইনের সেনাবাহিনীতে লড়াইরত বিদেশি স্বেচ্ছাসেবকদের ‘ভাড়াটে সেনা’ হিসেবে অভিহিত করে, যুদ্ধে আটক এ ধরনের অনেক সেনার বিচার করে তাদের সাজাও দিয়েছে তারা। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ কর্মকর্তাদেরকে ইউক্রেইন নিয়ে আলোচনায় বসার ব্যাপারে বেশ আগ্রহী দেখা যাচ্ছে।  

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সাংবাদিকদের বলেছেন, সব সশস্ত্র সংঘাতই শেষ হয় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে। 

তবে জেলেনস্কির শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ আছে কিনা, তা নিয়ে সন্দেহের কথাও বারবারই বলছেন তারা। মস্কো একইসঙ্গে ইউক্রেইনের পূর্ব ও দক্ষিণর যে অঞ্চলগুলো এখন তাদের কব্জায় আছে সেগুলোর স্বীকৃতিও চাইছে। 

সাক্ষাৎকারে দারশিভও একই সুরে কথা বলেছেন।  

আলোচনার আগে ‘নতুন বাস্তব পরিস্থিতিরও স্বীকৃতি’ দিতে হবে, বলেছেন তিনি।