আগুন লেগেছে ইস্টার্ন রিফাইনারিতে
এফই অনলাইন ডেস্ক | Saturday, 15 October 2022
চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লেগেছে।
শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গায় অবস্থিত ওই শোধনাগারে পাইপ লাইনে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আবদুল হামিদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইপ লাইনে স্পার্ক করে আগুন লেগেছে বলে জানতে পেরেছি। আমরা সেখানে যাচ্ছি। পৌঁছানোর পর বিস্তারিত বলতে পারব।”
ফায়ার সার্ভিসের বন্দর, পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ এই ৪টি ইউনিটের কর্মীরা ৭টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।