logo

আইপিএল নিলামের একদম শেষ সময়ে দল পেলেন সাকিব, লিটন

Friday, 23 December 2022


আইপিএল নিলামের একদম শেষ পর্যায়ে বড় সুখবর এলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। প্রথমে দল পেলেন লিটন কুমার দাস, এরপর সাকিব আল হাসান। দুজনকেই ভিত্তিমূল্যে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।  

লিটন আইপিএলে খেলবেন প্রথমবার। সাকিবের জন্য আইপিএল যেমন চেনা আঙিনা, কলকাতাও তেমন তার পুরনো ঠিকানা। এবার নিয়ে অষ্টম মৌসুম খেলবেন তিনি বলিউড মহাতারকা শাহরুখ খানের মালিকানাধীন দলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিলামে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি, সাকিবের ছিল দেড় কোটি। আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাদেরকে পেয়ে যায় কলকাতা।