‘ইউকে এডুকেশন এক্সপো’ ৩ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর


FE Team | Published: August 21, 2022 20:38:06


‘ইউকে এডুকেশন এক্সপো’ ৩ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে এডুকেশন এক্সপো-২০২২।

দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্যোক্তা বিডি এক্সপার্ট এডুকেশন ও ফেয়ার কনভেইনার।

রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন ৩ সেপ্টেম্বর বনানীর হোটেল সারিনায় এক্সপোর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। একই স্থানে ৮ অক্টোবর হবে দ্বিতীয় পর্ব। দুটি পর্বের প্রতিটিই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

যুক্তরাজ্যে ব্যাচেলর ও মাস্টার্স করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে বিনামূল্যে অংশগ্রহণ ও ইউকের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকবে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এছাড়াও ২০২৩ সালের সেশনে এক্সপোতে সরাসরি স্কলারশিপসহ স্পট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ থাকছে।

এক্সপোটি সম্পর্কে যে কোন তথ্য জানা যাবে ০১৭৫৭৫৩৬২১৭ ও ০১৭০৭৭৭৭৭১১৮ এই হটলাইন নম্বর দুটির মাধ্যমে।

এছাড়াও সরাসরি আয়োজকদের ই-মেইল ceo@bdexperteducation.com করেও এক্সপো সম্পর্কে জেনে নেয়ার সুযোগ রয়েছে।

Share if you like