Loading...
The Financial Express

সুনির্দিষ্ট তথ্য ছাড়া র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

| Updated: August 28, 2022 14:06:54


সুনির্দিষ্ট তথ্য ছাড়া র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট তথ্য ছাড়া র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে ইনার হুইল ক্লাব আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ নিয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিকবার কথা বললেও তা এখনি উঠছে না বলে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা একাধিকবার ইঙ্গিত দিয়েছে।

এর মধ্যেই জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলে আইজিপি বেনজীর আহমেদকে অর্ন্তভূক্ত করে সরকার। নিষেধাজ্ঞার কারণে তার যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে সংশয়ও তৈরি হয়।

তবে বৃহস্পতিবার তা দূর হয় তার দেশটির ভিসা পাওয়ার খবরে। সম্মেলনে বাংলাদেশের ছয় সদস্যের দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সাংবাদিকরা সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের সঙ্গে ‘গুম’ ও মানবাধিকারের বিষয়ে আলোচনার প্রসঙ্গও তোলেন।

তখন কামাল বলেন, বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি।

বারবার এ নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি বিএনপি একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি।

 “ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।"

মন্ত্রী বলেন, অনেকেই অনেক কথা বলেন। আমি সব সময় বলি তথ্য ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন জানিয়ে কামাল বলেন, “আমাদের কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তার প্রশ্নের উত্তরে ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাকে দেখিয়েছিলাম এবং কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি।

 “সবকিছু বিশ্লেষণ করে তিনি মতামত দিয়েছেন। বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি।“

এদিকে শনিবার বিকালে হাতিরঝিল থানা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এ অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে, পরবর্তীকালে তার কন্যা শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করেছে।

 “অনেকেই ষড়যন্ত্র করছেন, অবান্তব কথা বলছেন বিদেশে বসে বসে। তাদের আহ্বান করব দেশে আসুন, বঙ্গবন্ধু কন্যার মত দেশে এসে কথা বলেন। ভুয়া কথা বলে, ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।“

Share if you like

Filter By Topic