রানির মৃত্যুতে ইপিএলের ১০ ম্যাচ স্থগিত 


এফই অনলাইন ডেস্ক   | Published: September 09, 2022 18:17:45 | Updated: September 10, 2022 12:59:49


রানির মৃত্যুতে ইপিএলের ১০ ম্যাচ স্থগিত 

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ব্রিটেনে। তার প্রতি সম্মান জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আগামী রাউন্ডের সব ম্যাচ স্থগিত করেছে।

সূচিতে এই সপ্তাহান্তের রাউন্ডে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল শনিবার, রোববার ও সোমবার। সবগুলো ম্যাচই স্থগিত করা সিদ্ধান্ত শুক্রবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আর শুক্রবার ও শনিবার হওয়ার কথা থাকা ইংলিশ ফুটবলের অন্যান্য সব ম্যাচও স্থগিত করা হয়েছে।

(বিস্তারিত আসছে)

Share if you like