Loading...
The Financial Express

গার্ডার চাপা পড়ে বিধ্বস্ত গাড়িটি নবদম্পতিকে নিয়ে আশুলিয়া যাচ্ছিল

পাঁচজনের লাশ উদ্ধার


| Updated: August 16, 2022 17:42:16


গার্ডার চাপা পড়ে বিধ্বস্ত গাড়িটি নবদম্পতিকে নিয়ে আশুলিয়া যাচ্ছিল

ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপা পড়ে বিধ্বস্ত গাড়িটির পাঁচ যাত্রী নিহত হলেও বেঁচে গেছেন দুজন, যাদের বিয়ে হয়েছে সম্প্রতি।

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদদীন সড়ক এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেন দিয়ে ভায়াডাক্ট ওঠানোর সময় এটি পড়ে একটি গাড়ির উপর।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওই গাড়ি চালাচ্ছিলেন রুবেল মিয়া (৬০), আর তাতে ছিল তার স্ত্রী-ছেলে-পূত্রবধূসহ সাত স্বজন।

চাপা পড়া সেই গাড়ি থেকে রুবেলের ছেলে হৃদয় (২৬) এবং তার স্ত্রী রিয়াকে (২১) উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠানো হয়।

হৃদয়ের বিয়ে গত শনিবারই হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার খালাত ভাই রাকিব হোসেন।

তিনি বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে মা-বাবাসহ স্বজনদের নিয়ে আশুলিয়া খেজুর বাগানে শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন হৃদয়।

হৃদয় ও তার স্ত্রীকে উদ্ধার করা গেলেও ভায়াডাক্টচাপা সেই গাড়ির ভেতরে রয়ে যান রুবেল, তার স্ত্রী ফাহিমা (৪০), ফাহিমার বোন ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

ফায়ার সার্ভিস গাড়ি কেটে তাদের বের করা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আরেকটি ক্রেন এনে ভায়াডাক্টটি সরানোর পর গাড়ি থেকে পাঁচজনেরই লাশ উদ্ধার করা হয়।

Share if you like

Filter By Topic