বিদ্যুৎ সাশ্রয়ে কোন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ক’টা পর্যন্ত খোলা রাখা যাবে, তা ঠিক করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এই সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০টায় রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ করে দিতে হবে। সিনেমা হলসহ সব ধরনের বিনোদনমূলক প্রতিষ্ঠান রাত ১১টার পর আর খোলা রাখা যাবে না।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
সোমবার এই নির্দেশনা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
# রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টায়
# খাবার সরবরাহ কাজের শেষ সময় রাত ১১টা
# চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত
# সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে
# হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান খোলা থাকবে রাত ২টা পর্যন্ত
এছাড়া রাত ৮টার মধ্যে সব দোকান পাট, শপিংমল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ করা এবং কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশনা সরকারের রয়েছে, তাও মেনে চলতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে সরকারের সিদ্ধান্তে গত ১৬ জুন থেকে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা আসে।
