ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দিল সরকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গেজেট বলা হয়, এ চার সিটি করপোরেশনের মেয়ররা পদে থাকাকালে ক্ষেত্র অনুযায়ী মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
বর্তমানে এ চারজন নিয়ে দেশের ১২ সিটি মেয়রের মধ্যে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। বাকি দুজন হলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন। ওই নির্বাচনেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হককে ২০১৬ সালে সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। সে সময় ঢাকা দক্ষিণের মেয়র পদে থাকা সাঈদ খোকনও একই মর্যাদা পেয়েছিলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হয়েছিল উপমন্ত্রীর পদমর্যাদা। এবার তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন।
এ বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জে টানা তৃতীয়বারের মত মেয়র হন আইভী। আর চট্টগ্রামের মো. রেজাউল করিম চৌধুরী মেয়র হন গত বছরের জানুয়ারিতে।
